ভুমিকম্পে সিলেটের রাজা জিসি স্কুলের ভবনে ফাটল

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, জুন ৭, ২০২১

ভুমিকম্পে সিলেটের রাজা জিসি স্কুলের ভবনে ফাটল

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে সোমবার সন্ধায় দুই দফা ভূমিকম্পে নগরের বন্দরবাজারস্থ রাজা জি. সি উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের কয়েকটি জায়গায় বড় ধরণের ফাটল দেখা দিয়েছে। ভবনে থাকা বিজ্ঞানাগারের একাধিক পিলারসহ বেশ কয়েক জায়গায় বড় ফাটল দেখা দেওয়ায় বড় দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনা খবর পেয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ক্ষতিগ্রস্থ ভবনটি পরিদর্শন করেন।

Manual5 Ad Code

বিদ্যালয়ের আয়া খাদিজা বেগম জানান, ভূমিকম্পের সময় বিকট শব্দ হলে উৎস লক্ষ্য করে তিনি ছুটে আসেন। এসময় ভবনের বিভিন্ন জায়গায় ফাটল এবং ফাটল থেকে প্লাস্টার খসে পড়তে দেখেন। পরে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মােবাইল ফোনে বিষয়টি অবগত করেন।

Manual4 Ad Code

জানা গেছে, ২০০৭ সালে নির্মিত ভবনটি ১৪ বছরের মাথায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ফাটল ধরেছে। রাজা জিসি হাই স্কুলের প্রধান শিক্ষক মাে. আবদুল মুমিত, ‘স্কুলের আয়া খাদিজার কাছে ভূমিকম্পে ভবনে ফাটল ধরার বিষয়টি জানতে পেরে আমি স্কুলে ছুটে আসি।’ তিনি আক্ষেপ করে বলেন, সিলেটের ঐতিহ্যবাহী এ স্কুলের বেশিরভাগ ভবনই পুরাতন। ২০০৭ সালে নির্মিত নতুন এ ভবনে ফাটল দেখা দেওয়ায় স্কুলের শিক্ষার্থীদের কোথায় বসাব সেটা ভেবে পাচ্ছি না।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..