সুনামগঞ্জে কয়লা ব্যবসায়ীর কলেজ পড়ুয়া মেয়ে বাড়ি থেকে নিখোজ!

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, জুন ১, ২০২১

সুনামগঞ্জে কয়লা ব্যবসায়ীর কলেজ পড়ুয়া মেয়ে বাড়ি থেকে নিখোজ!

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: সুনামগঞ্জের তাহিরপুরে কলেজ ছাত্রী সুর্বণা আক্তার মুক্তা গ্রামের বাড়ি হতে রহস্যজনক ভাবে নিখোজ হয়েছেন।

Manual1 Ad Code

নিখোজ ছাত্রীর পিতা উপজেলা মাটিকাটা গ্রাম ও বড়ছড়া শুল্ক ষ্টেশনের কয়লা ব্যবসায়ী বর্তমানে বাদাঘাটের বাসিন্দা মক্কা টাউয়ারের মালিক আব্দুল কুদ্দুছ মেয়ের সন্ধান চেয়ে রবিবার রাত দেড়টার দিকে থানায় সাধারন ডায়রি (জিডি) করেছেন। তাহিরপুর থানায় জিডি নং ১১৮৬। তারিখ ৩০.০৫.২১।

Manual8 Ad Code

পারিবরীক ও থানা পুলিশ সুত্রে জানায়, করোনাকালীন সময়ে ক্যাম্পাস বন্ধ থাকায় উপজেলা বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের চাউল পট্রির মক্কা টাওয়ারের পেছনে থাকা নিজ বাসা হতে রবিবার রাত ০৮ টার পর কলেজে পড়ুয়া এইএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সুবর্ণা আক্তার মুক্তা নিখোঁজ হন।

Manual1 Ad Code

সোমবার রাত ০৭টা ২৫ মিনিটে কলেজ ঝাত্রীর পিতা আব্দুল কুদ্দুছ মিয়ার নিকট মেয়ে নিখোজ ও জিডি প্রসঙ্গে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন ,আমি এখন ব্যস্ত পরে কথা বলব।

এদিকে থানায় জিডির পরপরই উপজেলা মোল্লাপাড়া এলাকার একই কলেজে পড়ূয়া আরো এক কলেজ শিক্ষার্থীকে হন্য হয়ে খুজছে পুলিশ। সোমবার দিনভর ওই কলেজ ছাত্র ও তার পিতার মুঠোফোনে একাধিবার কল করা হলে দুটি ফোন বন্ধ পাওয়া যায়।

Manual4 Ad Code

পরবর্তীতে সুনামগঞ্জ শহরে থাকা তাহিরপুরের বিন্নাকুলি গ্রামের আহবাব মিয়ার নিকট তার ভাগ্নে রায়হান কে পুলিশ খোঁজার কারন সম্পর্কে জানতে চাইলে তিনি স্বীকার করেন,বাদাঘাটের বসবাসরত বড়ছড়া কয়লা ব্যবসায়ী মাটিকাটার বাসিন্দা আব্দুল কদ্দুছের কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে আমার ভাগ্নেপালিয়ে গেছে, বিষয়টি নিয়ে সমস্যায় পড়েছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..