সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। গত এক বছরেরও বেশি সময় ধরে সম্মুখসারির যোদ্ধা চিকিৎসকরা দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন। করোনা বেড়ে যাওয়ায় তাদরে এই বিশ্রামীহন এই কষ্ট বেড়েই চলেছে। এমন অবস্থায় নিজেদের মনোবল ধরে রাখতে এবার ভিন্ন পন্থা বেছে নিলেন তারা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তিন চিকিৎসক এবার নাচলেন ‘সিলেটী ধামাইল’ নাচ। যে নাচের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই নাচের ভিডিও সোমবার (২৬ এপ্রিল) ডা. শাশ্বত চন্দন তার ফেসবুকে পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেন – ‘কোভিড-১৯ রোগীদের যারা চিকিৎসা করছেন, তাদের অনুপ্রেরণার জন্য সার্জনদের নাচ।’
ভিডিওতে দেখা যায়, অপারেশন থিয়েটারের অ্যাপ্রন পরে হাসপাতালের করিডরে সিলেটী ‘নয়া দামান’ গানের সঙ্গে নাচছেন তিন চিকিৎসক। তাদের একজন তরুণ, বাকি দুজন তরুণী।
সিলেটের আঞ্চলিক ভাষার তুমুল জনপ্রিয় ‘নয়া দামান’ গানটি অনেকেই এর আগে গেয়েছেন।
‘নয়া দামান’ গানটির রচয়িতা সিলেট বিভাগের সুনামগঞ্জের কিংবদন্তি কৃতিসন্তান হাছন রাজা। অনেকে গানটি কণ্ঠে তুলেছেন। তবে কিছুদিন আগে এই গানে কণ্ঠ দেন তসিবা ও মুজা। এ জুটির গাওয়া গানের সঙ্গে পারফর্ম করলেন ডা. শাশ্বত চন্দন, ডা. কৃপা বিশ্বাস, ডা. আনিকা হোসাইন খান।
উল্লেখ্য, ধামাইল গান ও ধামাইল নাচ সিলেট অঞ্চলে প্রচলিত একজাতীয় কাহিনী সম্বলিত গানের তালে তালে নৃত্য- যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd