সিলেট ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল শুক্রবারী বাজার এলাকায় এক্সেভেটর বোঝাই লরি চাপায় অটোরিকশা ও মোটরসাইকেলের ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের শুক্রবারী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চিকনাগুল ইউনিয়নের চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মুখে মহাসড়কের উপর স্প্রিডব্রেকারে ধাক্কা লেগে সিলেটগামী একটি এক্সেভেটর বোঝাই লরি (সিলেট মেট্রোঃ শ ১১-০০৩১) থেকে এক্সেভেটরটি চিকনাগুল বাজারগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মটরসাইকেলের উপড়ে পড়ে যায়। এতে অটোরিকশা ও মোটরসাইকেলের ৪ যাত্রী গুরুতর আহত হন।
আহতরা হলেন- ঠাকুরের মাটি এলাকার বাসিন্দা কামাল আহমদ (৫০) একি গ্রামের মুজিবুর রহমান (৪০) জাবেদ আহমদ (২৬) খাদিম পাড়া ইউনিয়নের পরগণা এলাকার বাসিন্দা হিরণ মিয়া (৩৮)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ি ব্যবস্থা নেবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd