৩০০ অসহায় পরিবারে ইফতার সামগ্রী নিয়ে হিরো আলম

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১

৩০০ অসহায় পরিবারে ইফতার সামগ্রী নিয়ে হিরো আলম

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পরিচিতি পাওয়া হিরো আলম নিজ উদ্যোগে ৩০০ পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। করোনাকালে পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি নিজ জেলা বগুড়ার অসহায় মানুষের মধ্যে ইফতার সহায়তা দেন।

Manual2 Ad Code

ইফতার সামগ্রীতে মুড়ি, ছোলা, খেজুর, চিনি, ছোলাসহ প্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন হিরো আলম। তিনি নিজ হাতে সবার মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন বলেও জানান।

Manual8 Ad Code

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, খুব বেশি কিছু করতে পারিনি। রমজান মাসে সামর্থ্য মতো চেষ্টা করেছি অসহায় বা আর্থিক সমস্যায় যারা রয়েছেন একটু সহযোগিতা করার। ঈদের পাঁচ দিন আগে থেকেই সেমাই, চিনিসহ শাড়ি, লুঙ্গি বিতরণ করবো ঠিক করেছি। করোনার কারণে মানুষের হাতে কাজ নাই, টাকা নাই। তাদের পাশে দাঁড়াতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।

এর আগে গত বছর লকডাউন শুরু হলে প্রায় ৫০০ অসচ্ছল পরিবারকে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দিয়েছেন হিরো আলম। তখন বগুড়ায় শেরপুর ও নন্দীগ্রামের মানুষদের ঘরে ঘরে গিয়ে ভ্যানে করে চাল-ডালসহ নানা উপকরণ পৌঁছে দেন তিনি।

Manual7 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..