সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোয়াইনঘাটে ১২৬ বোতল বিদেশী মদসহ রাজু আহম্মেদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার সোনাটিলা এলাকার আবুল কাশেমের ছেলে।
শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তামাবিল এলাকা থেকে মদসহ তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ এর একটি দল। রোববার (১৮ এপ্রিল) দুপুরে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফর রহমানের নেতৃত্বে সিলেট জেলার গোয়াইনঘাট থানার তামাবিল জামে মসজিদ এলাকায় অভিযান চালায়। এসময় ১২৬ বোতল বিদেশী মদসহ জব্দসহ মাদক কারবারি রাজু আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় স্থানীয় থানায় র্যাব বাদী হয়ে মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd