সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১
কানাইঘাট প্রতিনিধি :: বিবস্ত্র করে এক মহিলাকে নির্যাতনের ঘটনায় কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র ডাউকেরগুল গ্রামের মৃত নাজির উদ্দিনের পুত্র আলোচিত ময়না বক্স (৩৫) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন (সিআর) মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ময়না বক্স ও উক্ত মামলার আসামী তার ভাতিজা কালাম উদ্দিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃত ময়না বক্স ও তার সহযোগী কালাম উদ্দিনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায় আলোচিত ময়না বক্স গত কয়েক মাস পূর্বে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একই গ্রামের সয়ফুল আলমের স্ত্রী দিলারা বেগম (৪৫) কে তার বাড়ি থেকে জোরপূর্বক বের করে দিয়ে বসত ভিটে দখলের চেষ্টা করে ময়না বক্স ও তার সহযোগীরা। এক পর্যায়ে তারা ঐ অসহায় মহিলার পরিবারের নারীসহ তাকে বিবস্ত্র করে মারধর করে। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ময়না বক্স ও তার সহযোগীদের আসামী করে আদালতে মামলা করেন নির্যাতিতা দিলারা বেগমের পুত্র বধূ। সেই মামলার পলাতক ওয়ারেন্ট ভুক্ত আসামী হিসাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd