সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্টিত

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১

সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্টিত

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্টিত হয়েছে। আজ সোমবার ( ১২ এপ্রিল ) সকাল ১০টায় জেলা পুলিশ লাইনের শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়।

Manual3 Ad Code

সভায় রমজান মাসকে সামনে রেখে জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখাসহ জন নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক পুলিশ সদস্যকে পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন। একই সাথে পুলিশের সার্বিক কল্যাণের লক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।

মার্চে ভাল কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নগদ অর্থ পুরস্কার এবং শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) শেখ মোত্তাজুল ইসলামের সঞ্চালনায় কল্যাণ সভা অনুষ্টিত হয়।

একই দিন দুইটায় পুলিশ সুপারের সম্মেলণ কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্টিত হয়।সভায় জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

Manual8 Ad Code

পরে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন করোনা ভাইরাস প্রতিরোধে ১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে যথাযথ পদক্ষেপ গ্রহন করতে প্রত্যেক থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Manual5 Ad Code

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) আনিছুর রহমান খান, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) আব্দুল করিমসহ সব থানার অফিসার ইনচার্জ।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..