সিলেটে সড়কের পাশে পড়েছিলো শিশুর দু’টি খণ্ডিত পা

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১

সিলেটে সড়কের পাশে পড়েছিলো শিশুর দু’টি খণ্ডিত পা

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর চারাদিঘীরপাড় এলাকা থেকে পুলিশ শিশুর দু’টি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে সড়কের পাশে পা দুটি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যবসায়ী সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইয়াছিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে পা দুটি উদ্ধার করে।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ ইয়াছিন বলেন, চারাদিঘীরপাড় এলাকাস্থ হারুন স্টোরের সামনে শিশুর দুটি পা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর পুলিশ তদন্ত কাজ শুরু করে। সেই সাথে আশপাশের বিভিন্ন বাসা-বাড়ির ভিডিও ফুটেজ তদন্ত করে দেখা হচ্ছে। মোহাম্মদ ইয়াছিন জানান, পা দেখে বোঝা যাচ্ছে এটি দেড় থেকে দুই বছরের শিশুর হবে।

স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, এর আগে ওই এলাকায় একাধিকবার শিশুর লাশও পাওয়া গেছে। পরে দেখা যায় চারাদিঘীরপাড় এলাকার একটি কবরস্থান অরক্ষিত থাকায় কুকুর কবর থেকে লাশ তুলে রাস্তায় ফেলে যায়।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..