অবরুদ্ধ মামুনুল হক: সিলেটে সমর্থকদের বিক্ষোভ

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১

অবরুদ্ধ মামুনুল হক: সিলেটে সমর্থকদের বিক্ষোভ

ক্রাইম সিলেট ডেস্ক : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হককে নারীসহ আটক করার খবরে সিলেটে বিক্ষোভ মিছিল করেছেন জামিয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা।

শনিবার সন্ধ্যা ৭টায় এ বিক্ষোভ মিছিল বের হয়। এতে অংশ নেন মাদ্রাসার ৫ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী। এ সময় তারা ‘শাহজালালের তলোয়ার- গর্জে উঠুক আরেকবার’ মামুনুল হকের কিছু হলে- জ্বলবে আগুন ঘরে ঘরে’ এমন স্লোগান দেন। মিছিলটি কাজিরবাজার মাদ্রাসা থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্ট ঘুরে আবার মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যার পর সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে এক নারীসহ মামুনুল হককে আটক করেন স্থানীয় জনগণ। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

মামুনুল হকের দাবি, সঙ্গে থাকা নারীর নাম আমিনা তৈয়বা। ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন তিনি। আমিনাকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিনি।

মামুনুল হক অবরুদ্ধ এমন খবর শুনে সেখানে সন্ধ্যার পর জড়ো হতে থাকেন তার সমর্থকরা। একপর্যায়ে রয়েল রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল হককে নিয়ে যান তারা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..