সিলেটে অটোরিকশা দিয়ে গরু চুরি, আটক ৩

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২১

সিলেটে অটোরিকশা দিয়ে গরু চুরি, আটক ৩

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন বাইশটিলা এলাকা থেকে তিন গরুচোরকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।

আটককৃতরা হলো-জাবেদ আহমদ (২৩), পিতা-আরব আলী, সাং-কানুয়া, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, বর্তমান সাং-কালিবাড়ী, বাসা নং-৩০২, থানা-জালালাবাদ, আকাশ আহমদ (২০), পিতা-সিরাজ মিয়া, সাং-মেঘরগাঁও, থানা-কোম্পানীগঞ্জ, বর্তমান সাং-কালিবাড়ী, বাসা নং-২০২, থানা-জালালাবাদ, জেলা-সিলেট,

আল আমিন (২৪), পিতা-মহর আলী, সাং-স্বরমঙ্গল (অংশ, সরমংগল), থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-শেখঘাট, বাসা নং-১১২, বেতেরবাজার।

পুলিশ জানায়, বুধবার দুপুরে সাইদুল ইসলাম কুটি (৫৫), পিতা-মৃত জালাল উদ্দিন, সাং-বাইশটিলা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট এর বসতবাড়ী হইতে ১টি কালচে খয়েরী রংয়ের গাভী গরু, যাহার মূল্য অনুমান ৪০ হাজার- টাকা একটি সিএনজি অটোরিক্সা যোগে চুরি করে করে নেয়ার সময় স্থানীয় জনতা তাদের ধরে পুলিশের হাতে সোপর্দ জরেন।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা (নং-০২) তাং-০১/০৪/২০২১খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..