অবেশেষে দীর্ঘ ৫৫ ঘন্টা পর সিলেটের সব এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০

অবেশেষে দীর্ঘ ৫৫ ঘন্টা পর সিলেটের সব এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক :: দীর্ঘ ৫৫ ঘন্টা পর অবেশেষে সিলেটের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় থেকে নগরের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এরআগে বুধবার সন্ধ্যায় সিলেটের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছিলো বিদ্যুৎ বিভাগ।

সিলেটের কুমারগাঁও পাওয়ার গ্রিড ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণে মঙ্গলবার সকাল ১১টা থেকে বিদ্যুৎহীন ছিলো পুরো সিলেট।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট ওসামনী মেডিকেল এলাকা, নগরীর জল্লারপাড়, মির্জাজাঙ্গাল, দাড়িয়াপাড়া, লামাবাজার, রিকাবিবাজার, দক্ষিণ সুরমাসহ বিভিন্ন উপজেলা ও এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানিয়েছেন, অগ্নিকান্ডের পর মেরামত কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। এখন সিলেটের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

পিডিবি সিলেটের সহকারী পরিচালক জুয়েল রানা জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আপাতত পরীক্ষামূলকভাবে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। যেহেতু ফিডগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই মেরামত করে আপাতত বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্রয়োজন অনুযায়ী বন্ধ রেখে মেরামতের কোনো কাজ লাগলে তা করা হবে বলে জানিয়েছেন জুয়েল রানা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2020
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..