তিন্নির মৃত্যু: প্রধান আসামি জামিরুল গ্রেফতার

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

তিন্নির মৃত্যু: প্রধান আসামি জামিরুল গ্রেফতার

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী উলফাত আরা তিন্নির মৃত্যুর ঘটনায় করা দায়ের হওয়া মামলার প্রধান আসামি জামিরুলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে তাকে মাগুরা থেকে গ্রেফতার করে ঝিনাইদহ পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ।

Manual1 Ad Code

তিনি জানান, তিন্নির মৃত্যুর ঘটনায় করা মামলার প্রধান আসামি তিন্নির বোনের সাবেক স্বামী জামিরুলকে মাগুরা শহরের ভায়নার মোড় থেকে ভোরে গ্রেফতার করা হয়েছে। মাগুরার ভায়না মোড় দিয়ে কোথাও যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন জামিরুল। এ সময় ঝিনাইগত পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতার জামিরুল শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের কুনির উদ্দিনের ছেলে ও তিন্নির মেজো বোন ইফফাত আরা মিন্নির সাবেক স্বামী।

Manual3 Ad Code

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে বোন মিন্নির সাবেক স্বামী জামিরুল তিন্নিদের বাড়িতে দুই দফা প্রবেশ করে হামলা-ভাঙচুর ও তিন্নির ওপর নির্যাতন চালায়। পরে রাত ১২টার দিকে শোবারঘর থেকে সিলিংফ্যানে ঝুলন্ত অবস্থায় তিন্নির লাশ উদ্ধার করেন প্রতিবেশীরা।

Manual2 Ad Code

পর দিন শুক্রবার নিহতের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আটজনকে আসামি করে মামলা করেন। প্রধান আসামিসহ এখন পর্যন্ত এ মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..