সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২০
নিজস্ব প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত এলাকা দিয়ে সোমবার একটি চোরাকারবারী চক্র ভারতে মটরশুঁটি পাচারের বেশ কিছু ভিডিও-ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ বিষয় নিয়ে ক্রাইম সিলেট অনলাইন নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এমন চিত্র ও সংবাদ দেখে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ এর নেতৃত্বে সাথে সাথে একদল পুলিশ জাফলং এলাকায় অভিযানে বের হন। ভারতে মটরশুঁটি পাচারের উদ্দেশ্যে গাড়ি লোড হচ্ছে এমন সময় অভিযান দিয়ে ট্রাক ভর্তি মটরশুঁটি সহ তিন চোরাকারবারীকে আটক করেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি বলে জানা গেছে।
ওসি আব্দুল আহাদের এমন অভিযানকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন গোয়াইনঘাটের সচেতন মহল। গোয়াইনঘাট থানায় যোগদানের পর থেকে ওসি আব্দুল আহাদের সততা ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর হওয়ায় স্থানীয়দের কাছে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। আগের তোলনায় গোয়াইনঘাট থানা এলাকায় অপরাধীদের সংখ্যা নেই বললে সারে। তবুও থামছে মাদক, জুয়া, চোরাচালান, চুরি-ডাকাতির বিরুদ্ধে অভিযান। প্রতিনিয়ত পুলিশের অভিযানে আটক হচ্ছে এসকল অপরাধীরা।
করোনা কালে প্রতিদিন নিজের জিবনের ঝুকি নিয়ে ওসি আব্দুল আহাদ থানা এলাকার জনসাধারণকে সচেতন করার পাশাপাশি অসাহায় মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন। তিনি হলেন অপরাধীদের আতঙ্ক ও অসহায়দের আশ্রয়দাতা। এজন্য মানুষের কাছে একজন সৎ, আদর্শবান ও দায়ীত্বশীল অফিসার হিসাবে পরিচিত। উপজেলার সর্ব মহলের কাছে প্রশংসিত ওসি।
মটরশুঁটি ও চোরাকারবারীদের আটকের বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। শুধু চোরাকারবারী নয় কোন ধরণের অপরাধীর স্থান গোয়াইনঘাটে হবে না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। সকলের সহযোগিতায় গোয়াইনঘাটকে অপরাধমূক্ত করে ছাড়বো। তাই অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।
এদিকে মঙ্গলবার রাত ৯ টায় গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) এ.কে.এম নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে উপজেলার মামার বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান কালে ভারতে পাচারের উদ্দেশ্যে মটরশুঁটি মজুদ ও গাড়িতে লোড করার সময় ৪ মটরশুঁটি ব্যবসায়ীকে ১লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা। এই অভিযানেও অংশ নেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd