কানাইঘাটে সাংবাদিক এখলাছের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২০

কানাইঘাটে সাংবাদিক এখলাছের দাফন সম্পন্ন: বিভিন্ন মহলের শোক

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :: দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় মারা গেছেন ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের সিনিরয় সহ সভাপতি এবং দৈনিক ইত্তেফাক ও শ্যামল সিলেট পত্রিকার কানাইঘাট প্রতিনিধি এখলাছুর রহমান। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় অসুস্থ অবস্থায় পৌরসভাস্থ নন্দিরাই গ্রামে নিজ বাড়িতে মারা যান সাংবাদিক এখলাছুর রহমান। ইন্নানিল্লাহি………….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর তাঁর জানাজার নামাজ নন্দিরাই পূর্ব জামে মসজিদ বাইপাস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে সাংবাদিক এখলাছুর রহমানের সহকর্মী প্রেসক্লাবের নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজারো মানুষ শরীক হন। পরে তার লাশ নন্দিরাই কবরস্থানে দাফন করা হয়। জানাজা পূর্ব সাংবাদিক এখলাছুর রহমানের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম.এ হান্নান, পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের পক্ষ থেকে বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সমাজসেবী অধ্যাপক আব্দুর রহমান, এখলাছুর রহমানের বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলা উদ্দিন মামুন। এছাড়া জানাজার নামাজে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার একেএম ফজলুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কানাইঘাটের প্রবীণ সাংবাদিক এখলাছুর রহমানের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তাকে দেখতে নিজ বাড়িতে যান সাংবাদিক নেতৃবৃন্দ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম সহ সর্বস্তরের জনসাধারন।

Manual7 Ad Code

প্রসজ্ঞত যে, সাংবাদিক এখলাছুর রহমান দীর্ঘদিন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পাশাপাশি বর্তমানে ক্লাবের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি এ সময় বাংলাদেশ বেতারের সিলেট অঞ্চলের সংবাদ পাঠকের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। তিনি কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এবং কানাইঘাট বাজার বণিক সমিতির কয়েক বারের সদস্যের দায়িত্বও পালন করেছিলেন।

Manual3 Ad Code

এদিকে সাংবাদিক এখলাছুর রহমানের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ সভাপতি জামাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মামুন রশিদ মামুন, বর্তমান আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, সিলেট প্রেসক্লাবের সদস্য আব্দুল্লাহ আল নোমান, পৌর আওয়ামীলীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহীন, পৌর বিএনপির সাবেক সভাপতি কাউন্সিলর শরিফুল হক, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাও. আবুল হোসাইন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ আহমদ, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, উপজেলা হিন্দু-বৌদ্ধা-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, বাংলাদেশ শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি ও কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছে এলাহী, সচিব ফজলুর রহমান, বেসরকারি শিক্ষা ট্রাস্টের সভাপতি চরিপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজম্মিল আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন, সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ হোসেন, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..