মাদকমুক্ত গোয়াইনঘাট গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: ওসি আব্দুল আহাদ

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

মাদকমুক্ত গোয়াইনঘাট গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে: ওসি আব্দুল আহাদ

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ ও অসামাজিক কার্যকলাপ বন্ধের ক্ষেত্রে কোনো ছাঁড় দেওয়া হবে না। এসব অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি যুব সমাজকে এগিয়ে আসতে হবে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও গুজব হচ্ছে সমাজের জন্য ভয়ানক ব্যাধি। এসবে যে বা যারা আক্রান্ত হচ্ছে, তাদের সুন্দর জীবন অকালেই ধ্বংস হয়ে যাচ্ছে। আজ থেকে সবাই শপথ করুন, কোনো সময় মাদককে প্রশ্রয় দেবেন না। মাদকের ব্যাধিতে কোনোভাবে অগ্রসর না হয়ে সবাইকে বিরত থাকতে হবে। মাদককে ঠেঁকাতে হলে সবার আগে পরিবার থেকে শুদ্ধি অভিযান শুরু করতে হবে। নিজেদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে হবে। তাদের পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও দশের সেবায় এগিয়ে নিয়ে আসতে হবে।

ওসি আরও বলেন, ‘পুলিশ হবে জনতার, মুজিববর্ষের অঙ্গীকার’- এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের হাত ধরে পুলিশ প্রশাসন জনগণের সুখ-দুঃখে পাশে রয়েছে। তাই আপনাদের যেকোনো প্রয়োজনে পুলিশের উপর আস্থা রেখে থানায় আসুন। আমরা আন্তরিকতার সঙ্গে আপনাদের সকল সমস্যা সমাধানের চেষ্টা করব।
এ সময় তিনি যুব সমাজের উদ্দেশে বলেন, আপনারা আগেই জেনেছেন আমাদের সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যার সবসময় মাদকের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে সিলেটের পুলিশ প্রশাসন মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধের বিরুদ্ধে একের পর এক অভিযান পরিচালনা করছে। অপরাধী যত বড়ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে আমরা নিয়মিত পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছি।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সামাজিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক ও অসামাজিক কার্যকলাপ বিরুধী সমন্নয় কমিটি জাফলং এর আযোজনে স্থানীয় মামার বাজার পিউলি মাঠে সংগঠনের আহ্বায়ক রুবেল আহমদ’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জালাল মিয়া ও নাজমুল হোসাইন নাজিম’র যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের ইনচার্জ মোঃ রতন শেখ, জাফলং আওয়ামীলীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, ইউ পি সদস্য আব্দুল কাদির।

এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উদয়ন তরুন সংঘের সভাপতি আওয়াল আহমেদ, বৃহত্তর হেমার শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম, শান্তিনগর আদর্শ যুব সংঘের সভাপতি জয়দুল ইসলাম, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের উপদেষ্টা কামাল হোসাইন, জাফলং ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির রহমান সাজন, প্রত্যেয় সেচ্ছাসেবী সংস্থা প্রসেস’র ধর্ম সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা শ্রী শেরগুল গোষাই, স্বাগত বক্তব্য রাখেন সুর্য তরুন সমাজ কল্যাণ যুব সংঘের কাজিম উদ্দিন। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মামার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা মোঃ নাজিম উদ্দিন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..