প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার বিরুদ্ধে জয়ী হব : আইজিপি

প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২০

প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার বিরুদ্ধে জয়ী হব : আইজিপি

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : এবার রাজধানীর আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে ক্যান্সার রোগীদের জন্য করোনা ওয়ার্ড চালু হয়েছে। আজ সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে করোনা আক্রান্ত ক্যান্সার রোগীদের এ ওয়ার্ড উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

এ বিষয়ে আইজিপি বলেন, ‘আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ক্যান্সার রোগীদের চিকিৎসায় প্রশংসনীয় ভূমিকা রাখছে। করোনা আক্রান্ত ক্যান্সার রোগীদের চিকিৎসায় আলাদা ইউনিট স্থাপনের উদ্যোগ দেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রাখবে। তাদের মনে বেঁচে থাকার নতুন আশা জাগাবে।’

আইজিপি ড. বেনজীর আহমেদ আরো বলেন,ক্যান্সার রোগীদের পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল । তাদের এ মহতি উদ্যোগ আগামীতেও মানবসেবার ক্ষেত্রে উদ্যোগ অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে জয়ি হব জানিয়ে আইজিপি বলেন, রাষ্ট্রকে জনগণের জীবন রক্ষা করতে হয়। আবার জীবিকার ব্যবস্থাও করতে হয়। প্রধানমন্ত্রী লাইফ অ্যান্ড লিভিংসের (Life & Livings) মধ্যে এক অপূর্ব সমন্বয় সাধন করেছেন, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।

Manual7 Ad Code

বর্তমান করোনাকালে একক বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশের প্রায় ১৪ হাজার ফ্রন্টলাইনার আক্রান্ত হয়েছেন জানি্য়ে আইজিপি বলেন, ৬৩ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

Manual6 Ad Code

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনা চিকিৎসার কথা উল্লেখ করে তিনি বলেন, চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং সরকার গঠিত বিশেষজ্ঞ দল করোনা চিকিৎসা প্রটোকল ও ব্যবস্থাপনায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে সেরা হিসেবে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সঙ্গে আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল যৌথভাবে কাজ করতে পারে।

আইজিপি আরো বলেন, বিশ্বে অনেকবারই মহামারি এসেছে। কিন্তু প্রতিবারই মহামারির বিরুদ্ধে মানুষের জয় হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনার বিরুদ্ধে আমরাও জয়ী হব ইনশাআল্লাহ।

Manual1 Ad Code

করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান এবং তাকে অনুষ্ঠানে প্রধান অতিথি করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন করেন।

অনুষ্ঠানে ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম সভাপতিত্ব করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..