গোয়াইনঘাট সালুটিকর সড়কে যানজট আর ভোগান্তির শেষ নেই

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০

গোয়াইনঘাট সালুটিকর সড়কে যানজট আর ভোগান্তির শেষ নেই

Manual6 Ad Code
সৈয়দ হেলাল আহমদ বাদশা :: সড়কের ধারণক্ষমতার চাইতে যানচলাচল অতিরিক্ত বৃদ্ধি পেলে, তখন যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না, এরকম অবস্থাকে যানজট বলা হয়। যানজটের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে গাড়ির স্বাভাবিকের তুলনায় ধীর গতি, দীর্ঘ যাত্রাকাল, যানবাহনের দীর্ঘ সারি, শব্দদূষণ ইত্যাদি। যানজটের কারণে শ্রমঘণ্টার অপচয় হয় এবং কিছু ক্ষেত্রে অপরাধের বৃদ্ধি ঘটে।
গোয়াইনঘাট উপজেলায় বার বার বন্যায় প্লাবিত সালুটিকর গোয়াইনঘাট, হাদারপার সড়কে খানাখন্দ খুব বেশি।যার ফলে বিভিন্ন মোড়ে যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। বিভিন্ন হাটবাজার ও মোড়ে ষ্টপিজ এলাকায় যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ না থাকায় সৃষ্টি হচ্ছে যানজটের। সালুটিকর বাজার পেরিয়ে দামারি পার নামক স্থানে সৃষ্টি হয়েছে বড় ধরনের দুটি গর্তের। সাকের প্যাকের খাল নামক স্থানে দীর্ঘ রাস্তার উঠে গেছে কার্পেটিং ভেঙ্গে হয়েগেছে চুরমার। সালুটিকর গোয়াইনঘাট সড়কে যানজট এখন নিত্য নৈমত্তিক ব্যাপার। গতকাল দুপুর ১২’০০ ঘটিকা হইতে বেলা ২’০০ ঘটিকা পর্যন্ত দামারি পারে দুটি বড় ধরনের গর্ত হওয়ায় যানজট ছিল। পরিশেষে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সুযোগ্য ইনচার্জ ইন্সপেক্টর দিলীপ নাথের নির্দেশনায় সালুটিকর তদন্ত কেন্দ্রের আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় যানজটের অবসান ঘটে। যাত্রীদের ভোগান্তির শেষ নেই। অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী অফিসিয়াল কাজে নির্ধারিত সময়ে পৌছতে পারছেন না তার গন্তব্যে। এতে করে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীরা।
উপজেলাবাসীর দাবি ও আকাঙ্ক্ষা যানজট আর ভোগান্তি দূরীকরণে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি যেন হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..