জৈন্তাপুরে সেটিং মামলায় স্বামী আটক, পুলিশ সুপার বারাবর স্ত্রীর অভিযোগ

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২০

জৈন্তাপুরে সেটিং মামলায় স্বামী আটক, পুলিশ সুপার বারাবর স্ত্রীর অভিযোগ

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে ঠাকুরের মাটি (পূর্বাংশ) গ্রামে পরিবহণ শ্রমিক মো. রফিকুর রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে চোলাই মদ দিয়ে সেটিং মামলায় ফাঁসিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ায় এবং সুষ্ঠু বিচারের দাবিতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আজ (২৫ জুলাই) সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বরাবর অভিযোগ প্রদান করছেন রফিকুর রহমানের স্ত্রী মোছা. সাবিনা বেগম।

Manual8 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায় জৈন্তাপুর থানার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে পরিবহন শ্রমিক রফিকুর রহমান পরিবহন ব্যবসার দ্বন্ধকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে একটি পক্ষ রফিকুর রহমানকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে।

Manual3 Ad Code

গত ১৯ জুন চিকনাগুল বাজারে বাজার আনতে যান পরিবহণ শ্রমিক রফিকুর রহমান। বাজার সংলগ্ন চা-শ্রমিক সম্প্রদায়ের বসবাস। রফিকুর রহমানকে ঐ বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে জৈন্তাপুর থানার একদল পুলিশ গ্রেফতার করে এবং চোলাই মদ সামনে রেখে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয় এবং ৫ লিটার চোলাই মদ দিয়ে মাদক ব্যবসায়ী সাজিয়ে তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সাবিনা বেগম অভিযোগে উল্লেখ করেন তার স্বামী হার্টের রোগী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ায় ছেলে মেয়েরা লোক লজ্জায় ঘর থেকে বের হতে পারছে না। তিনি আরো বলেন এমনিতেই করোনার মধ্যে পরিবার নিয়ে অনেক কষ্টে দিন যাপন করিতেছি। আমার অসুস্থ স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে পুলিশে ধরিয়ে দেওয়ার কারণে ০৪ (চার) টি ছেলে মেয়ে নিয়ে খুবুই মানবেতর জীবন যাপন করছেন। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার স্বামীর মুক্তি পেতে পুলিশ সুপারের সহযোগিতা কামনা করছেন।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..