বিশ্বনাথে নিখোঁজ ফাতিমা, ঢাকা থেকে উদ্ধার

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

বিশ্বনাথে নিখোঁজ ফাতিমা, ঢাকা থেকে উদ্ধার

Manual2 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থেকে গেল বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন গৃহবধূ ফাতিমা খানমকে (৪০) উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে তাকে উদ্ধার করা হয়। ফাতিমা উপজেলার সদর ইউনিয়নের জাহারগাঁও গ্রামের আপ্তাব আলীর স্ত্রী।

টার্মিনালে ফাতিমাকে বসে থাকতে দেখে শুক্রবার রাতে একজন অজ্ঞাতনামা ব্যক্তি তার পরিবারের সদস্যদেরকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফাতিমার পরিবারের লোকজন ঢাকা গিয়ে শনিবার সকালে তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের জননী ফাতেমা ঘর থেকে বেরিয়ে যান। তিনি নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবারের সদস্যরা নিজেদের আত্মীয়-স্বজনদের বাড়ি ছাড়াও আশাপাশ এলাকায় সন্ধান করে তাকে না পেয়ে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..