সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুরে উজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ধারাবহর গ্রামের মুমিন আলীর ছেলে রানা মিয়া (৪০), একই গ্রামের মৃত আব্দুর নুরের ছেলে মো. হোসেন (৩২), মৃত হেকিম আলীর ছেলে হোসেন আহমদ (৩৮), ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল গ্রামের মৃত ইরমান আলীর ছেলে তানু মিয়া (২৫) ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বসন্তপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. আলম (৩০)। তাদের বিরুদ্ধে জুয়া আইনে গোলাপগঞ্জ মডেল থানা মামলা (নং-৩২/২৫.০৭.২০২০) দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোলাপগঞ্জ মডেল থানার এসআই একলাছ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আমুড়া ইউপির ধারাবহর গ্রামে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় এক বান্ডিল জুয়া খেলার তাস ও নগদ ২১০২ টাকাসহ ৫ জন জুয়াড়িকে আটক করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী তাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd