সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের বুগইলকান্দি গ্রামের আনোয়ার আলী মেয়ে ফাতেমা বেগম স্বামীর বাড়ি লাঠি থেকে পিত্রালয়ে বেড়াতে এসে প্রতিবেশীদের হামলায় তার ডান হাতের একটি আঙ্গুল হারিয়েছেন।
গত শুক্রবার (১৭ জুলাই) বুগইলকান্দি গ্রামের আনোয়ার আলী বাড়িতে প্রতিপক্ষ একই গ্রামের আনা মিয়া বাহিনীর হামলায় এ ঘটনা ঘটেছে।
এ হামলার ঘটনায় ১৭ জুলাই গোয়াইনঘাট থানায় আহত ফাতেমার পিতা আনোয়ার আলী ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, একই গ্রামের প্রতিবেশী আনা মিয়ার জমি নিয়ে আনোয়ার আলীর দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে গত ১৭ জুলাই শুক্রবার জুমআর নামাজের সময় বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় আনা মিয়া তার লোকজন নিয়ে আনোয়ার মিয়ার বাড়িতে হামলা চালায়।
হামলার সময় আনা মিয়া লোকজনকে বাধা দিলে আনোয়ার মিয়ার ১১০ বৎসর বয়সী বৃদ্ধা মাকে দা-দিয়ে আঘাত করেন দুর্বৃত্তরা। তখন বাড়ির অন্যান্য মহিলারা এগিয়ে আসলে তাদের উপর হামলা করে রক্তাত্ব জখম করেন দুর্বৃত্তরা। ১১০ বৎসর বয়সী বৃদ্ধা জরিনা বেগমকে দুর্বৃত্তদের কবল রক্ষা করতে এগিয়ে যান ফাতেমা বেগম। তখন দুর্বৃত্তরা ফাতেমার উপর হামলা চালায়। এই হামলায় দুই হাতের দুইটি আঙ্গল কেটে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত পান। সর্বশেষ ডান হাতের একটি আঙ্গুল চিরতরে হারিয়েছেন। ফাতেমা বর্তমানে ওসমানী মেডিকেলের ৬ নং ওয়ার্ডে ভর্তিরত আবস্তায় চিকিৎসা নিচ্ছেন।
মামলায় আসামীরা হলেন, বুগইলকান্দি গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আনা মিয়া (৫০), আনা মিয়ার ছেলে হাবীব আহমদ (২০), সোহেল আহম (৩০), আনা মিয়ার স্ত্রী সুনুরি বেগম (৪৫), মনাইকান্দি গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে সালেহ আহমদ (৩৫), মৃত আব্দুস সুবহানের ছেলে আব্দুস সামাদ (৫০), নয়াগাও (খুরি) গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে লাল মিয়া (৩৫), ইসলামাবাদ গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে শাহ আলম (৪০)।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, আনোয়ার মিয়া থানায় অভিযোগ দিয়েছেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd