সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
দিবা-নিশি :: গোয়াইনঘাট উপজেলায় ৪র্থ বারের বন্যায় পানি কিছুটা হ্রাস পেলেও স্বস্তিতে নেই বানবাসী মানুষেরা।সারি- গোয়াইনঘাট রাস্তা যানচলাচল শুরু হলেও সালুটিকর গোয়াইনঘাট রাস্তা উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
উপজেলা নিম্নাঞ্চলে হাজার হাজার মানুষ অধ্যাবদি পানিবন্দী রয়েছেন।সরকারের পক্ষ থেকে নামমাত্র খাদ্যসামগ্রী বিতরন করা হলেও অধিকাংশ জনগোষ্ঠী এই খাদ্য সাহায্যের বাহিরে রয়েছেন। ফলে খাদ্যাভাব বিশুদ্ধ পানি সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে বন্যার সাথে যুদ্ধ করে কোনরকম বেঁচে আছেন ভাগ্য বিড়ম্বিত মানুষগুলো।
নিজের খাদ্যাভাবের সাথে সাথে গো- খাদ্যসহ গৃহপালিত জন্তুদের খাদ্যাভাব নিয়ে স্থানীয় কৃষকরা চোখে শস্যফুল দেখছেন।সদ্য প্রকাশিত জাতিসংঘের রিপোর্ট বন্যা প্রলম্বিতের খবর সত্য প্রমানিত হলে অগ্রহায়ণ মাসের ফসল ফলানো সম্পূর্নরুপে ব্যস্তে যাবে।
এতে শ্রমজীবী,কর্মজীবী,কৃষিজীবী মানুষের মধ্যে নেমে আসবে চরম হতাশা।এ নিয়ে আগামী দিনগুলোর জন্য মহা দূর্যোগের আশঙ্কা প্রকাশ করছেন অত্র এলাকার বিশিষ্ট সূধীজনেরা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd