`গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান সর্ব-মহলে প্রসংশিত, প্রশান্তির ছোঁয়া’

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

`গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান সর্ব-মহলে প্রসংশিত, প্রশান্তির ছোঁয়া’

Manual5 Ad Code

সৈয়দ হেলাল আহমদ বাদশা :: মাদকের ছোবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ যুদ্ধ ঘোষণা করছেন। এরই ধারাবাহিকতায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় গোয়াইনঘাট থানা এলাকায় চিরুনি অভিযান কার্যক্রম শুরু হয় গত ১৮ জুলাই থেকে।

Manual2 Ad Code

অলস মস্থিস্ক শয়তানের আড্ডাখানা।করোনা আর বন্যার দীর্ঘ মেয়াদীর কারনে বেড়েছে বেকারত্ব হ্রাস পেয়েছে কর্মসংস্হান রাম্তাঘাটে,নদীর কিনারে ঝোপঝাড়ে,নির্জন স্হানে,গ্রামের ভিতরের যাতায়াতের পথে কিংবা চৌরাস্তার মোড়ে দল বেধে বসে দাড়িয়ে চোখে পড়ার মত গড়ে উঠেছে বাজে আড্ডার আবাসস্তল।স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা দীর্ঘ সময় বন্ধ পাওয়ার কারনে,উদিয়মান তরুন শিক্ষার্থীরা,যাদের বয়স বিপদগামী হওয়ার মোক্ষম সময়।গ্রামের,মহল্লার ও পাড়ার বাজে ছেলেদের সাথে মিশে নষ্ট হচ্ছে আর হারাচ্ছে তার মূল চারিত্রীক বৈশিষ্টের ভাবধারা।এই সুযোগে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা হয়ে উঠে বেপোয়ারা

Manual7 Ad Code

পূর্ব নির্ধারিত ঘোষনানুযায়ী,গোয়াইনঘাট উপজেলার,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আহাদ টিম গোয়াইনঘাট কে নিয়ে ও সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দিলীপ কান্ত নাথ আনুষ্টানিকভাবে গোয়াইনঘাট উপজেলায় মাদক বিরোধী চিরুনি অভিযান কাজ শুরু করেন।যা বর্তমানেও অব্যাহত আছে এবং চলবে।প্রথম দিন থেকেই অত্যান্ত সফলতার সহিত মাদক চোরা কারবারিদের ধরতে ও নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।যা পুরো গোয়াইনঘাট উপজেলায় মাদক ব্যবসায়ী ও চোরা কারবারিদের গলার পানি শুকিয়ে আতংক বিরাজ করছে।গোয়াইনঘাট উপজেলার শিক্ষিত ও সচেতন মহল এই মহতি উদ্দ্যোগকে শ্রদ্ধা আর সম্মানের সহিত সাধুবাদ জানাচ্ছেন।সাথে এই কার্যক্রমকে অব্যাহত রাখার জোর দাবী জানিয়েছেন।

সময়পোযোগী পদক্ষেপ গ্রহনে গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং নন্দিরগাঁও ইউ/পি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল গোয়াইনঘাট উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আব্দুল আহাদ ও টিম গোয়াইনঘাটের প্রতি শুভেচ্ছা,অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।উদিগ্ন সচেতন অভিবাবকদের মনে ফুটে উঠেছে প্রফুল্লতার ভাব।বখাটেদের সান্নিদ্যে যাওয়া উদীয়মান তরুণরা ঘরমুখী হয়েছে বলে তিনি দাবি করেন।

কঠোর অবস্থানে থেকে ৭ নং নন্দিরগাঁও, তোয়াকুল ইউপির ও সালুটিকর এরিয়ার বিভিন্ন গ্রামে মাদক বিরোধী অভিযান সফলভাবে পরিচালনা করায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দিলীপ কান্ত নাথ-কে অভিনন্দন জানান ইউ/পি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..