সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: জমিয়তে উলামায়ে ইসলামের প্রবাসী সংগঠন প্রকাস কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবে চেয়ার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় ক্লাব কার্যালয়ে চেয়ার প্রদানকালে প্রকাস কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম কানাইঘাট শাখার সহ সভাপতি মাও. নুর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান আল্লামা মুশাহিদ বায়মপুরীর সাহেবজাদা মাও. হাবিব আহমদ, মাও. আহমদ হোসাইন, মাও. হোসাইন আহমদ, মাও. আমির হোসেন, মাও. খালেদ আহমদ, মাও. জাকারিয়া আল হেলাল, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা মাও. আব্দুর রাজ্জাক, মাও. সালিম আহমদ, মাও. নজমুল ইসলাম, মাও. আব্দুল কাদির, মাও. মুশাহিদ প্রমুখ।
ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রেসক্লাবে প্রকাস কল্যান ট্রাস্টের উদ্যোগে ১০টি চেয়ার প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম.এ হান্নান।
চেয়ার হস্তান্তরকালে প্রকাস কল্যাণ ট্রাস্টের পক্ষে জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ বলেন, বর্হিবিশ্বে অবস্থানরত কানাইঘাটের জমিয়তে নেতাকর্মীদের নিয়ে প্রকাস কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে।
এর উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে মসজিদ মাদ্রাসা, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নয়নের পাশাপাশি সকল দুর্যোগ মুহুর্তে এতিম, গরীব অসহায় মানুষদের আর্থিক ভাবে সাধ্যানুযায়ী সহযোগিতা করা। কানাইঘাটের সাংবাদিকদের প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী প্রেসক্লাবের উন্নয়নে এ সংগঠনের পক্ষ থেকে তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ক্লাব নেতৃবৃন্দ প্রকাস কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাস করে বলেন, এই সংগঠন করুনা দুর্যোগকালীন সময়ে কানাইঘাটের শত শত পরিবারকে খাদ্য দিয়ে সহযোগিতা করেছেন। কানাইঘাটের কর্মরত সাংবাদিকের করুনাকালীন সহযোগিতা করেছেন তারা। প্রেসক্লাবে চেয়ার প্রদান করায় সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd