সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক লিটার চোলাই মদ ও ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চিকাশি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য গজারিয়া গ্রামের জহুরুল হক (৬০), পারধুনট গ্রামের মৃত মাজেম আলীর ছেলে ছাবেদ আলী (৬৫) ও আড়কাটিয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মমতা খাতুন (৩০)।
বুধবার দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে নিজ নিজ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে।
ধুনট থানা পুলিশের ওসি কৃপা সিন্ধু বালা বলেন, গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করছে। কৌশল অবলম্বন করে নিজ নিজ গ্রাম থেকে তাদের মাদকদ্রব্যসহ গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd