সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪১ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৩ জন। এই দুই ল্যাবে মোট ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৪১ জনের করোনা শনাক্ত হয়।
এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, মঙ্গলবার ওসমানীতে ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪১ জনের করোনা শনাক্ত হয়।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ৩৬ জন, ওসমানীনগর উপজেলার ১ জন, গোয়াইনঘাটের ১ জন ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসকও রয়েছেন বলেও জানান তিনি।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) শাবির ল্যাবে মোট ১৮০ জনের নমুনা পরীক্ষায় এই ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।
রাতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জের ১১০টি ও সিলেটের ৭০টি নমুনা সংগ্রহ করা হয়।
এই ১৮০টির পরীক্ষা করা হলে ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ১৪ জন সুনামগঞ্জ ও ১৯ সিলেট জেলার বাসিন্দা বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd