বিশ্বনাথে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২০

বিশ্বনাথে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

Manual7 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় জব্দ করা প্রায় ৪ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল ও সরঞ্জাম পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার আমতৈল ধলিপাড়া এলাকার হাওর থেকে ভ্রাম্যমাণ আদালত’র মাধ্যমে এগুলো করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। পরে বিকেলে উপজেলা পরিষদ মাঠে জব্দ করা প্রায় ১ হাজার মিটার কারেন্ট, বেহুন্দি ও বাধা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, নিষিদ্ধ এসব জালের ফাঁস খুবই ছোট হওয়ায় মাছের পোনা থেকে শুরু করে সব ধরণের মাছ আটকা পড়ে। এতে মাছের প্রজন্ম ধ্বংস হয়ে যায়। এ অভিযান অব্যাহ থাকবে বলেও জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..