সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২০
দিবা নিশি :: সিলেট ভোলাগঞ্জ সড়কে ধোপাগুল রাস্তার পথিমধ্যে এলপাতারী ভাবে আন্ত জেলা ট্রাক যত্রতত্র সিটকিয়ে পার্কিং এর ফলে ঐ রাস্তা দিয়ে চলাচলকারি যাত্রিবাহী বিভিন্ন যানবাহন চলাচলে মারাত্নক ভাবে ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
সিলেট ভোলাগঞ্জ রাস্তা দিয়ে প্রতিদিন সিলেট সদর কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার হাজার হাজার যাত্রি চলাচল করে থাকেন।তিনটি উপজেলার অধিকাংশ জনগোষ্ঠী জেলা ও বিভাগীয় সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম সিলেট ভোলাগঞ্জ সড়ক।
দুর্ভাগ্যজনক হলেও সত্য যে প্রায় অর্ধশতাধিক কাল অতিক্রান্তের পর বহু ত্যাগ তিতক্ষার ফলে চলতি বৎসরে প্রায় হাজার কোটি টাকা ব্যায়ে নির্মিতব্য রাস্তাটির কাজ সমাপ্তির দার প্রান্তে এসে পৌঁছেছে।
কিন্তু ট্রাক নামক ধানব যন্ত্রটির চালকদের দারুণ যন্ত্রণাদায়ক আচার আচরণের গাফলতি অবহেলা ও অনিয়মের যাতা কলে পিষ্ঠ হয়ে হাজার হাজার পথযাত্রী গন্তব্যে পৌঁছাতে বিলম্ব, বিড়ম্বনা, দুর্ভোগ, দুর্দশা ধোপাগুলের যানজটের অন্যতম কারণ হয়ে দাড়িয়েছে।ধোপাগুলের দিকে দৃষ্টি পাত করলে অনুধাবন করা অসম্ভব ঐটি সড়ক না টার্মিনাল।
এ ব্যাপারে চালকদের সাথে আলোচনা করলে অধিকাংশ সময়ই লাঞ্চিত হতে হয় ছোট ছোট যানবাহনের চালক ও যাত্রীদের।বৃহত্তর জনগোষ্ঠীর ব্যাবহৃত এই মহা সড়কটি দিয়ে নির্বিঘ্নে চলাচলের সার্থে জরুরি ভিত্তিতে ধোপাগুল নামক স্থান হতে অবৈধ ট্রাক পার্কিং উচ্ছেদের উদ্দোগ নেওয়ার জন্য মেট্রপলিটন পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করছি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd