সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর নাম আবু বক্কর (২৮)। সে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃতইয়াছিন আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কুশিয়ারা তদন্ত কেন্দ্রর ইনর্চাজ (পুলিশ পুরিদর্শক) মুরাদ উল্যাহ বাহারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় তাকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, আসামি আবু বক্করের বিরুদ্ধে ২৫ বছর বয়সী এক গৃহবধুকে ধর্ষণের মামলা রয়েছে। ওই গৃহবধু গত ৫ ফেব্রুয়ারী তার বাবার বাড়ি বসন্তপুর গ্রাম হইতে তার স্বামীর বাড়ি বাগলা নোয়াপাড়া যাওয়ার পথে আসামি আবু বক্কর নৌকার মাঝে জোরপূর্বক ধর্ষন করার অভিযোগে ভিকটিম নিজে বাদী হয়ে একটি মামলা করেন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। সে আদালতে ধর্ষণের স্বীকারোক্তি মূলক জবানবন্দিও দিয়েছে বলে জানা তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd