সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলার পুলিশ সুপার বরাবরে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দশদল গ্রাম পঞ্চায়েত ও এলাকাবাসীর ১২৮ জনের স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানের ব্যাপারে দশদল গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ছাদ আলীর স্ত্রী পারভীন বেগম (২৬) অভিযোগ করে বলেছেন সম্প্রতি তার (পারভীন) ও তার মায়ের উপর হামলার ঘটনায় সালিশ-বিচার না মেনে থানায় মামলা করায় এবং পুলিশ মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করার কারণেই প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।
প্রবাসীর স্ত্রী পারভীন বেগমের দাবী মতে প্রকৃত ঘটনা হচ্ছে, পাশাপাশি বাড়িতে থাকা মামাতো ভাইয়ের প্রেম ও কুপ্রস্তাব প্রস্তাব প্রত্যাখ্যান করার জের ধরে গত ২৫ জুন রাতে দশদল গ্রামস্থ পারভিনের নিজ বাড়িতে তার (পারভীন) ও তার মায়ের উপর হামলা করেন একই গ্রামের আছমত আলীর পুত্র দিলাল আহমদ (২৬)। হামলায় গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করেন। এঘটনায় পরদিন পারভীন বেগম বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৮ (২৬.০৬.২০ইং)। মামলা দায়েরের পর থানা পুলিশ মামলার প্রধান অভিযুক্ত দিলাল আহমদকে গ্রেপ্তার করে। দিলাল গ্রেপ্তারের ৩দিন পর ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত পক্ষের লোকজন আবারও ওই পারভীনের বাড়িতে হামলা করে মোটর সাইকেল পুড়িয়ে ও আসবাবপত্র ভাংচুর করে পালিয়ে যায়। এঘটনাও পারভীন বেগম বাদি হয়ে থানায় আরেকটি মামলা দায়ের করেন। মামলা নং ১ (১.০৭.২০ইং)। হামলা-ভাংচুর ও মোটর সাইকেল পুড়ানোর ঘটনায় এদুটি মামলা করে আসামীদের হুমকি-ধামকির ভয়ে ছোট শিশু সন্তানকে নিয়ে প্রবাসীর স্ত্রী পারভীন বেগম বাড়ি-ঘর ছাড়া রয়েছেন বলে অভিযোগ করেন।
হামলা করার অভিযোগ মিথ্যা দাবী করে গ্রেপ্তারকৃত দিলাল আহমদের বোন সাবিনা বেগম বলেন, পারভীন আমাদের নিকট-আতœীয়। আর তাই তার মাদক সেবন ও খারাপ চলাফেরায় বাঁধা দেওয়ায় সে আমাদের উপর পূর্ব থেকেই ক্ষিপ্ত। আর আমার ভাইয়ের বিয়ের পরের রাত ৮টার দিকে আমাদের বাড়িতে এসে ভাইয়ের সিএনজি ভাঙ্গা শুরু করেন। আমাদের পক্ষের লোকজন তা আটকানোর চেষ্টা করেন। এসময় সে (পারভীন) কিভাবে আহত হয়েছেন আমরা জানি না।
উল্লেখ্য, গত ২ জুলাই যুক্তরাজ্য প্রবাসী ছাদ আলীর স্ত্রী পারভীন বেগম (২৬)’র বিরুদ্ধে ‘মাদক সেবন ও খারাপ কর্মকান্ডে’ জড়িত থাকার অভিযোগ এনে সিলেটের পুলিশ সুপার বরাবরে উপজেলার রামপাশা ইউনিয়নের দশদল গ্রাম পঞ্চায়েত ও এলাকাবাসীর ১২৮ জনের স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে দশদল গ্রাম পঞ্চায়েত ও এলাকাবাসী পারভীন বেগমের বিরুদ্ধে স্বামী বিদেশে থাকার সুবাধে প্রতিনিয়িত নানান ধরনের মাদক সেবন ও খারাপ কর্মকান্ডের সাথে জড়িত থাকর এবং তার বাড়িতে প্রতিনিয়ত খারাপ প্রকৃতির লোকজনের অবাধে চলাফেরা রয়েছে বলে অভিযোগ করেন। এছাড়া সে (পারভীন) গ্রামের কিশোর-যুবক বয়সের ছেলেদেরকে প্রেমের প্রলোভনে ফেলে তাদেরকে নেশার দিকে ধাবিত করে তাদের জীবন নষ্ট করার সাথে জড়িত রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করেন তারা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd