সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতকে করোনায় রেজিয়া বেগম (৬৫) নামের আরেক মহিলার মৃত্যু হয়েছে। গত শুক্রবার সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। রেজিয়া বেগম ছাতক পৌরসভার দক্ষিণ বাগবাড়ী এলাকার মরহুম সিরাজুল ইসলামের স্ত্রী।
ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী জানান, বেসরকারিভাবে ওই মহিলা চিকিৎসা নিয়েছেন। মৃত্যু ও দাফনের পর নমুনা পরীক্ষা শেষে তার করোনা পজেটিভ শনাক্ত হয়।
এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ১জন। সর্বশেষ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মোট করোনা আক্রান্ত ২৬৯জন এবং গত ২৪ঘন্টায় ৩১জনসহ সুস্থ হয়েছেন ১৫৬জন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd