সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে প্রায় ৩ একরেরও বেশী জায়গা নিয়ে গড়ে উঠছে পুলিশের স্থায়ী কোয়ার্টার। শনিবার ওই কোয়ার্টারের ভূমি ও পূর্বের নির্মিত ভবন পরিদর্শন করেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম।
উল্লেখ্য, পুলিশের এই ভূূূমি দীর্ঘদিন স্থানীয়দের দখলে ছিল। পরবর্তীতে ২০১৫ সালে স্থানীয়দের কাছ থেকে তা উদ্ধার করা হয়। সেখানে ৩টি আধা ভাঙা বিল্ডিং রয়েছে। সেগুলো মেরামত করে কাজে লাগানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার লুৎফুর রহমান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে এম নজরুল, ওসি (তদন্ত) রজিউল্লাহ খাঁন, কোম্পানীগঞ্জের ডিআইও মাসুদুজ্জামান, সেকেন্ড অফিসার খায়রুল বাশার প্রমুখ।
পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন- এখানে পুলিশের স্থায়ী কোয়ার্টার নির্মাণ করা হবে। পুরনো বিল্ডিংয়ের ভাঙা অংশ মেরামত করে এটিকে স্থায়ী একটি পুলিশ ক্যাম্পে রূপান্তরিত করা হবে। খুব তাড়াতাড়ি সংস্কার কাজ শুরু হবে বলেও জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd