কানাইঘাটে অবুঝ শিশুর সামনে মাকে ধর্ষণ, প্রধান অভিযুক্ত আটক

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

কানাইঘাটে অবুঝ শিশুর সামনে মাকে ধর্ষণ, প্রধান অভিযুক্ত আটক

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে অবুঝ শিশুর সামনে গৃহবধূ গণধর্ষণের প্রধান অভিযুক্ত আজাদুর রহমানকে আটক করা হয়েছে। রোববার (৫ জুলাই) ভোর ৫টার দিকে তাকে গোয়াইনঘাট উপজেলা থেকে আটক করা হয়। কানাইঘাট থানার এসআই স্বপন চন্দ্র সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

এ দিকে সন্দেহজনকভাবে আজাদের আরেক সহযোগী মক্তার নামের একজনকে আটক করেছে র‍্যাব-৯। এখন পর্যন্ত বাদী পক্ষের কেউ মামলা দায়ের করেননি। তবে মামলা দায়ের জন্য কানাইঘাটের পথে রয়েছেন বলে জানা গেছে।

Manual4 Ad Code

আজাদুর রহমানকে আটক করায় কানাইঘাটের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা কানাইঘাট থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএমসহ পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিলেটের কানাইঘাটে আলোচিত গণধর্ষনের ঘটনার মূল হোতা আবুল কালাম আজাদকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (৫ জুলাই) সকাল দশটায় গোয়াইনঘাটের রাধানগর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। সে উপজেলার ব্রাম্মনগ্রামের নূর উদ্দিনের ছেলে। ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Manual1 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের জৈনক গৃহবধূকে আবুল কালাম আজাদ ও মুক্তার হোসেন নামের দুই যুবক অস্ত্রের মুখে ধর্ষণ করে। উক্ত ঘটনা লোকমুখে এবং বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদের প্রেক্ষিতে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম এর নজরে আসে। বিষয়টি দেখতে ও আসামিদের গ্রেফতার করতে পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) ডিবি,কানাইঘাট সার্কেল এবং কানাইঘাট থানা পুলিশকে নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপারের নির্দেশ পেয়েই (সহকারী পুলিশ সুপার) কানাইঘাট সার্কেল আব্দুল করিমের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা শুরু করে। পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর টিমঅও বিভিন্ন স্থানে শুরু করে অভিযান।

Manual7 Ad Code

এক পর্যায়ে আসামী আজাদ গোয়াইনঘাট এলাকায় অবস্থান করছে এমন সংবাদ আসে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম এর কাছে। খবর পেয়েই তিনি আজ রবিবার (৫ জুলাই) ১০টায় গোয়াইনঘাটের রাধানগর গ্রামে অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা আব্দুল কালাম আজাদকে গ্রেফতার করতে সক্ষম হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের (মিডিয়া) মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, ঘটনায় জড়িত মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষনের মত জঘন্য অপরাধের সাথে জড়িত যেই হোক না কেন পুলিশ কাউকে ছাড় দেবে না।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..