সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মে ২৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট দক্ষিণ সুরমার কদমতলিস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দু’পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আজ শনিবার (২৩ মে) দুপুরে টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে এ ধাওয়া-ধাওয়ি হয়। তবে এতে কেউ হতাহত হননি।
জানা গেছে, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে আজ শনিবার দুপুরে শ্রমিকদের দু’পক্ষের মধ্যে টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে এ নিয়ে শ্রমিকরা দু’পক্ষে ভাগ হয়ে যান এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে যায় দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd