সিলেটে আরও ৪৫ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, মে ২২, ২০২০

সিলেটে আরও ৪৫ জনের করোনা শনাক্ত

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট বিভাগে একদিনে আরও ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৪১ জনই সিলেট জেলার ও ৪ জন সুনামগঞ্জ জেলার।

শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে এই ৪৫ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শুক্রবার ওসমানীতে ১৮৬টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ৪১টি পজেটিভ আসে।

শনাক্ত হওয়া সকলেই সিলেট জেলার বাসিন্দা জানিয়ে তিনি বলেন, এদের মধ্যে সিলেট নগরী ও সদর উপজেলার বাসিন্দাই বেশি। এছাড়া কানাইঘাট ও গেলাপাগঞ্জেরও কয়েকজন রয়েছেন।

এদিকে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানিয়েছেন, শুক্রবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৪টি পজেটিভ আসে। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগের মোট কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৬০৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৭৭ জন, সুনামগঞ্জে ৯২ জন, হবিগঞ্জে ১৫৬ জন ও মৌলভীবাজারে ৮৩জন।

এখন পর্যন্ত মারা গেছেন- ১১ জন, সুস্থ ১৫৭ জন। হাসপাতালে ভর্তি আছেন- ১৬৯জন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..