করোনা আক্রান্তদের পাশে থাকবেন বিএনএ সেক্রেটারি সাদেক

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

করোনা আক্রান্তদের পাশে থাকবেন বিএনএ সেক্রেটারি সাদেক

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : করোনা আক্রান্ত সহকমীর্দের পাশেই থাকবেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক। তিনি শনিবার করোনা আক্রান্ত সহকর্মীদের বাসা ও হাসপাতালে তাদের দেখতে গিয়ে ওই প্রতয ব্যক্ত করেন।

সাধ্যমতো প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি মনোবল শক্ত রাখার জন্য তাদের উৎসাহ দিয়ে বলেন, করোনা মোকাবেলায় আমরা সম্মুখযোদ্ধা। জাতির ক্রান্তিকালে আমরা মনোবল হারালে দেশ ও দেশের মানুষ চরমভাবে আতঙ্কিত হবে। তাই যুদ্ধ জয়ে আমাদের লড়াই করতে হবে। ভয়ভীতির উর্দ্ধে উঠে কঠিন লড়াই। আমাদের এখন হাসপাতালের বেডে বা বাসায় মানায় না।

Manual5 Ad Code

তিনি সহকর্মীদের দ্রুত সুস্থ করে আবার সকলের মাঝে ফিরিয়ে দিতে আল্লার কাছে প্রার্থনা করেন। আবার কাঁধে কাঁধ রেখে মানুষের সেবা করার কথা জানিয়ে সাদেক কৃতজ্ঞতা জানান যারা জাতির এই দুঃসময়ে পাশে রয়েছেন তাদের প্রতি। বিশেষ করে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন ও সাবেক মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের প্রতি তিনি কৃতজ্ঞ। কারণ এই মানুষগুলো নিয়মিত খোঁজখবর রাখছেন। যেকোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েন।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..