সিলেট কোতোয়ালি পুলিশের তৎপরতায় মোবাইলফোন উদ্ধার

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

সিলেট কোতোয়ালি পুলিশের তৎপরতায় মোবাইলফোন উদ্ধার

Manual7 Ad Code

সিলেট :: সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান এইচ এম আবদুর রহমানের একটি মোবাইলফোন হারিয়েছিল। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় তিনি বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ঘটনার এক সপ্তাহের মধ্যেই মোবাইলফোনটি উদ্ধার করেছে পুলিশ।

সিলেট কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) নির্মলেন্দু চক্রবর্ত্তীর নির্দেশে ও সহযোগীতায় মোবাইলফোনটি উদ্ধার অভিযানে ছিলেন এএসআই অনুপ দত্ত ও নায়েক পলাশ। তথ্য ও প্রযুক্তি ব্যবহার ও আইএমই নম্বর সার্চ করে এই মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) নির্মলেন্দু চক্রবর্ত্তী বলেন,‘ কোতোয়ালি মডেল থানা পুলিশ গত এক মাসে ৫০টির মতো হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইলফোন উদ্ধার করেছে। নিজের হারানো মোবাইলফোন ফিরে পেয়ে মানুষজন অবাক ও খুশি হন। আগামীতে পুলিশের এই তৎপরতা আরও গতিশীল করা হবে।

Manual6 Ad Code

ক্যাপশন : সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান এইচ এম আবদুর রহমানের হারিয়ে যাওয়া মোবাইলফোন উদ্ধার করে হস্তান্তর করছেন সিলেট কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) নির্মলেন্দু চক্রবর্ত্তী।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..