সিলেট ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ১২ বছরের কিশোরীকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী আসামি লিটন মিয়াকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) কোতোয়ালি থানার এসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে এসআই ইবাদুল্লাহসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী আসামি লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে লিটনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার নোয়াগাঁও গ্রামের আব্দুল নুরের ছেলে আসামি লিটন গত ৩ জানুয়ারি একই এলাকার পানিউমদা গ্রাম থেকে অপহৃত কিশোরীর মা ও ভাইকে চাকুরী প্রলোভন দিয়ে সিলেট শহরে নিয়ে আসে। পরবর্তীতে লিটন মিয়া কিশোরীর মা ও ভাইকে সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালের একপাশে রেখে কিশোরীকে নিয়ে পালিয়ে যায় এবং তার মায়ের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবী করেন।
পরে কিশোরীর মা অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে এই সংক্রান্তে কোতোয়ালি মডেল থানার সাধারণ ডায়েরি ( জিডি নং-২০৬, তাং-০৩/০১/২০২০ খ্রিঃ) করেন। উক্ত জিডির ভিত্তিতে এসি কোতোয়ালি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত রোববার (৫ জানুয়ারি) আসামি লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। পরে করে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার জন্য তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৪, তারিখ-০৫/০১/২০২০খ্রিঃ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯ এর (১) ধারায় মামলা রুজু করা হয়। এই মামলায় আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস মো. জেদান আল মুসা ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd