সিলেট ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : গেলো জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন ঢালিউড ও বলিউডের অভিনেতা হিরো আলম। আগামী সংসদ নির্বাচনও অংশগ্রহণ করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
নিজের ইচ্ছে প্রসঙ্গে বলেন, ‘গেলো সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করেছি। আগামীতেও এমপি নির্বাচন করব। এমপি হয়ে মন্ত্রী হতে চাই। আমি আবারো নির্বাচন করব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও ব্যস্ত সময় কাটছে।’
হিরো আলম অভিনীত ও প্রযোজিত ‘সাহসী হিরো আলম’ সিনেমার মাধ্যমে চলতি বছর দেশসেরা চিত্রনায়ক শাকিব খানকেও টেক্কা দিতে চান তিনি।
হিরো আলম বলেন, ‘নিজের প্রযোজনায় সিনেমা নির্মাণ করছি। এরই মধ্যে শুটিং শেষ। এখন ডাবিং করছি। চলতি বছর সিনেমাটি মুক্তি পাবে।
এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করব। সিনেমা ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে চাই। যেহেতু আমার জনপ্রিয়তা রয়েছে। দেশের যত মানুষ শাকিব খানকে জানেন, আমাকে তার চেয়ে বেশি মানুষ চেনে-জানে।
এছাড়া বিদেশেও আমার পরিচিতি রয়েছে। শাকিব খান একচেটিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন। শাকিব খানকে টেক্কা দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করতে চাই। মানুষ আশা করতেই পারে। আমিও আশা করি- শাকিব খানের মতো আমারও একটা অবস্থান তৈরি হোক।’
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু ভিডিও ছেড়ে আলোচনায় উঠে আসেন হিরো আলম। তার ফেসবুক পাতার অনুসরণকারী সংখ্যা প্রায় ৪ লাখ। দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতেও আলোচনায় উঠে এসেছিলেন হিরো আলম। বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে নিজেই টিভি চ্যানেলের খবর হয়ে ওঠেন। ‘মার ছক্কা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নাম লেখান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd