বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে জালিয়াতি মামলার এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নাম শিপন মালাকার (২৮) তিনি উপজেলা সদরের পুরানবাজারস্থ রণজিত মালাকারের মালিকানাধীন ‘রাখি কম্পিউটার এন্ড ষ্ট্রেশনারী সামগ্রীর’ কর্মচারী ও দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের নান্ঠু মালাকারের পুত্র। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানার মামলা নং ২ রয়েছে। ২(১১) ১৯ইং।
পুলিশ জানায়, শিপন মালাকার জেএসসি পরীক্ষায় জাল প্রবেশপত্র তৈরী করে দিয়েছিলেন এক ছাত্রকে। এ ঘটনায় ২ নভেম্বর বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইনট্রাক্টর বিশ্বজিৎ দেব বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর বুধবার বিশ্বনাথ থানার এস,আই রত্না বেগম একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে জালিয়াতি মামলার আসামী শিপন মালাকারকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, জালিয়াতি মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।