ভারতে নৃশংসভাবে পিটিয়ে বাঘ হত্যা, আটক ৪

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৯

ভারতে নৃশংসভাবে পিটিয়ে বাঘ হত্যা, আটক ৪

Manual6 Ad Code

স্থানীয়দের ওপর হামলার পর একটি বাঘকে পিটিয়ে হত্যা করেছেন ভারতীয় গ্রামবাসীরা। এ ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা হলেও চারজনকে আটক করেছে দেশটির পুলিশ।

মোবাইল ফোনের ফুটেজে দেখা গেছে, গ্রামবাসী বাঘটিকে পিটিয়ে হত্যা করছেন। পরবর্তী সময়ে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার বিকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।-খবর গার্ডিয়ানের

Manual8 Ad Code

কর্মকর্তারা বলেন, বাঘটির হামলায় ৯ ব্যক্তি আহত হয়েছেন। বাঘটিকে হাসপাতালে নেয়ার পর সেটি মারা যায়।

Manual4 Ad Code

ভারতে বন্য প্রাণীর সঙ্গে মানুষের মুখোমুখি হওয়ার সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে এই পশুহত্যা। খাদ্য সংকট ও বাসস্থান সংকুচিত হয়ে পড়ায় এমন ঘটনা ঘটছে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।

Manual6 Ad Code

উত্তরপ্রদেশের ফিলিবিট টাইগার রিজার্ভ থেকে ওই বাঘটি বেরিয়ে আসলে গ্রামবাসী লাঠিসহ বিভিন্ন অস্ত্র দিয়ে পিটিয়ে সেটিকে হত্যা করেন।

জেলা ম্যাজিস্ট্রেট ভাইবহাব শ্রিভাস্টাভা বলেন, বাঘটি গ্রামে ঢুকে হামলা করে বসলে কয়েক ডজন লোক লাঠি ও ধারালো অস্ত্র হাতে সেটিকে ধাওয়া করেন। পরে পিটিয়ে ও বর্শা দিয়ে খুঁচিয়ে সেটিকে হত্যা করা হয়।

২০১৮ সাল থেকে বাঘের হামলায় ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া চলতি বছর পর্যন্ত ৬০টি বাঘকে হত্যা করা হয়েছে।

Manual7 Ad Code

গত মাসে একটি মৃত গরুর মাংসে বিষ মিশিয়ে একটি বাঘ ও দুটি শাবককে হত্যা করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..