সিলেটে জগন্নাথ দেবের রথাযাত্রা মহোৎসব

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯

সিলেটে জগন্নাথ দেবের রথাযাত্রা মহোৎসব

Manual2 Ad Code

সিলেটে উৎসবমুখর পরিবেশ আর ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথাযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। দুইশ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব পালন করেন।

Manual7 Ad Code

বৃহস্পতিবার বিকেলে নগরীর রিকাবীবাজার এলাকার পরিস্থিতি ছিলো অনেকটা এমনই। লোকারণ্য, মহাধুমধাম আর ভক্তরা লুটেয়ে পড়ে প্রণাম করছেন রথে বসা জগন্নাথদেবকে।

দুপুর থেকে সিলেট মহানগরের বিভিন্ন এলাকা থেকে ঢাক-ঢোল বাজিয়ে রথ টেনে সনাতন ধর্মাবলম্বীরা রিকাবীবাজার মোড়ে জড়ো হন। পরে সেখানে পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্তরা অংশ নেন। রথযাত্রা উপলক্ষে রিকাবীবাজারে বসেছে সপ্তাহব্যাপী মেলা। ধর্মীয় অনুষ্ঠানাদি শেষে সন্ধ্যার আগেই রথ নিয়ে নিজ নিজ এলাকায় ফিরেন সনাতন ধর্মাবলম্বীরা। এবারে সিলেটে রথযাত্রায় অর্ধ-শতাধিক দেবালয় অংশ নেয়।

Manual4 Ad Code

এদিকে রথযাত্রা মহোৎসবকে ঘিরে ইসকন মন্দির সিলেটে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নয় দিনের অনুষ্ঠান সফল ও সার্থক করতে ইসকন মন্দির সিলেটে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..