সিলেট ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯
দৈনিক সিলেটের ডাকের স্টাফ ফটোগ্রাফার হিসেবে যোগ দিয়েছেন সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক এ এইচ আরিফ । গত মঙ্গলবার সিলেটের ডাক কার্যালয়ে ফটো সাংবাদিক এ এইচ আরিফকে ফুল দিয়ে বরণ করে নেন।
পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, বার্তা সম্পাদক শমরেন্দ্র বিশ্বাস সমর, চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম। এ সময় সাথে ছিলেন স্টাফ রিপোর্টার আহমাদ সেলিম, নুর উদ্দিন, সুনীল সিংহ, ইউনুছ চৌধুরী, ইয়াছিন আহমদ খান, চিফ ফটোগ্রাফার আব্দুল বাতিন ফয়সল।
উল্লেখ্য এ এইচ আরিফ দৈনিক শ্যামল সিলেট পত্রিকায় দীর্ঘদিন সিনিয়র স্টাফ ফটোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন , এছাড়া তিনি সাফল্যের সাথে স্টাফ ফটোগ্রাফারের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি সানে।l পাশাপাশি বাংলাদেশের প্রথম ফটো এজেন্সি দৃক নিউজের কন্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক ও কোষাধাক্ষ ছিলেন এ এইচ আরিফ।l
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd