সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯
সিলেটের কোম্পানীগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান টের পেয়ে পালিয়েছে এক মাদকব্যবসায়ী বাবা। এসময় পুলিশ গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীর ছেলেকে আটক করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনের নির্দেশে কোম্পানীগঞ্জ থানা পুলিশ পাড়–য়া মাঝপাড়ায় এ অভিযান চালায়।
অভিযানকালে ওই গ্রামের মাদক ব্যবসায়ী শাহজাহান পালিয়ে যায়। এসময় তার বসত ঘরের খাটের নিচ থেকে ৫টি পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজাসহ তার ছেলে শাহ আলমকে (৩২) আটক করে পুলিশ। পুলিশ জানায়, বাবা-ছেলে দুজনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। মাদক-সন্ত্রাস নিমূর্লে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, বুধবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে জৈন্তাপুরের সরুখেল এলাকা থেকে বাবুল আহমদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ভিত্রিখেল চামটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd