সিলেটে ছাত্রীকে ধর্ষণ, ভয়ে মামলা করছে না ধর্ষিতার পরিবার

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৯

সিলেটে ছাত্রীকে ধর্ষণ, ভয়ে মামলা করছে না ধর্ষিতার পরিবার

Manual3 Ad Code

সিলেট নগরীতে নার্সারী ওয়ানের ছাত্রীকে ধর্ষন করার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ধর্ষিতার পরিবার ভয়ে মামলা করার সাহস পাচ্ছেনা। এরফলে আসামীকে কাছে পেয়েও ধরতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটে রোববার নগরীর মীরাবাজারস্থ খারপাড়া এলাকার একটি কলোনিতে। কলোনির মালিক জাকারিয়া এবং ওই কলোনিতে চারটি পরিবার বাস করে বলে জানাগেছে।

Manual5 Ad Code

জানাগেছে, ওই মহল্লার একটি কলোনিতে বাস করে দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁও এলাকার সনাতন ধর্মাবলম্বী একটি পরিবার। একই কলোনিতে নানির বাসায় থেকে লেখাপড়া করে লিমন নামের এক বখাটে। গেলো রমজানের তিনদিন আগ থেকেই লিমনের চোখ পড়ে হিন্দু পরিবারের নার্সারি ওয়ানে পড়–য়া ওই ছাত্রীর প্রতি। এর পর থেকে প্রতিদিনই লিমন মেয়েটিকে শরীরের বিভিন্ন স্থান ব্যবহার করে কাম লিপসা চরিতার্থ করে। লিমন নগরীর এইডেড হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র।

Manual5 Ad Code

ঘটনাটি টের পেয়ে মেয়ের পরিবারের লোকজন লিমনের অভিভাবক নানির কাছে অভিযোগ জানালে, ক্ষেপে গিয়ে নানী ওই পরিবারকে আরো ভয়-ভীতি প্রদর্শন করে। তাছাড়া, বিষয়টি কাউকে জানাজানি করা হলে তাদের মেয়েকে প্রাণে মেরে ফেলারও হুমকী প্রদর্শন করে অভিযুক্ত লিমনের নানী।

Manual2 Ad Code

একই ঘটনার রোববার পুনরাবৃত্তি ঘটলে মেয়ের পিতা আবারো বিষয়টি অবগত করে লিমনের নানীর কাছে বিচারপ্রার্থী হয়। লিমনের নানী এসময় মেয়ের পিতাকে মালাউনের বাচ্চা বলে গালি প্রদান করে এবং এ বিষয়ে আর কোনো টু শব্দ না করার জন্য শাসিয়ে দেয়।

সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযোগ না করায় আসামীকে গ্রেফতার করতে পারেনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..