বিশ্বনাথে এইচএসসি ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৯

বিশ্বনাথে এইচএসসি ছাত্রীর আত্মহত্যা

Manual5 Ad Code
সিলেটের বিশ্বনাথে পাপিয়া বেগম পপি (১৮) নামে এক এইচএসসি ফলপ্রার্থী ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের দীঘলী (খোজারপাড়া) গ্রামের সৌদি আবর প্রবাসী জমির আলীর বাসায় এঘটনা ঘটে। পপি সুনামগঞ্জের ছাতক উপজেলার মন্ডলীভোগ গ্রামের আলী রহমানের মেয়ে। দীর্ঘদিন ধরে তারা জমিরের বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করে আসছেন। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ সূত্র জানায়, ছাতক সরকারী কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলপ্রার্থী পপি সংসারের অভাব-অনটনের কারণে কিছুটা মানসিক বিপর্যস্থ ছিল। বেশকয়েকদিন ধরে অসুস্থও ছিল। শুক্রবার রাতে তার বড়বোন পানি পানের উদ্দেশ্যে রান্নাঘরে যেতে চাইলে সেটির দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে তার সন্দেহ জাগে। পরে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে পপিকে রান্নাঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..