গোয়াইনঘাটে বন্যা পরিস্থিতির উন্নতি

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৯

গোয়াইনঘাটে বন্যা পরিস্থিতির উন্নতি

Manual1 Ad Code

পাহাড়ী ঢল ও স্থানীয় ভারী বর্ষণে গোয়াইনঘাটের নিমাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের কচুয়ারপার, দ্বারিরপার, রানীগঞ্জ, চৌধুরীকান্দি, বাইমারপার, চলিতাবাড়ী, শিয়ালাহাওর, জলুরমূখ। তোয়াকুল ইউনিয়নের লক্ষীনগর, পূর্ব পেকের খাল, ঘোড়ামাড়া, জামলাকান্দি। ডৌবাড়ী ইউনিয়নের সাতকুড়ি কান্দি, হাতিরকান্দি, ডাকাতিকান্দি। আলীরগাঁও ইউনিয়নের তিতকুলি হাওর, নাইন্দার হাওর।

Manual5 Ad Code

লেগুড়া ইউনিয়নের সিটিং বাড়ী, লেগুড়া হাওরসহ অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ী ঢলে গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রয়েছে। এছাড়া উপজেলার ছোটখেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, পূর্ণানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, ছৈলাখেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, বুধিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, উপর দুমকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, সিটিং বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন,  প্রতাপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, ঘোড়ামাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, চিরুরপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন ও সাতকুড়ি কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় পাঠদান র্কাযক্রম সাময়িক ভাবে বন্দ রয়েছে।

Manual5 Ad Code

অপরদিকে কালীজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, ইটাচকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, খলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, বানি গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, শিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, টেকনাগুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, আবাদিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, গোজারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এবং উত্তর ইটা চকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় এ বিদ্যালয়গুলোতে আশানুরূপ শিক্ষার্থীদের উপস্থিতি হচ্ছেনা।

Manual5 Ad Code

চলতি বন্যায় গোয়ানইঘাট উপজেলায় ৮০ হেক্টর আউশ, ২০ হেক্টর ভোনা আমন ও ৫ হেক্টর বীজ তলার ক্ষতি সাধিত হয়েছে  এছাড়া আরো ২ হাজার হেক্টর জমির আংশিক ক্ষতি হয়েছে বলে গোয়াইনঘাট কৃষি অফিস জানিয়েছে।

শনিবার বেলা ২টায় রানীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় সরজমিন পরিদর্শণে গেলে দেখা যায় বিদ্যালয়ে পাঠদানের জন্য রয়েছে একটি মাত্র একাডেমিক ভবন। ভবনটির ভিটা বন্যার পানিতে তলিয়ে গেছে, আবার মাঠের উপরে হাঁট পানি। এলাকার ছোট ছেলে-মেয়েরা বিদ্যালয়টির মাঠে জাল টেনে মাছ ধরছে। সালুটিকর থেকে রানীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব মাত্র ১ কিলোমিটার। পুরো রাস্তাটি ভালো থাকলেও মাত্র ২/৩শ’ গজ রাস্তা ঠিক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষক বিদ্যালয়ে যেতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে।

Manual3 Ad Code

রানীগঞ্জ গ্রামের জজ মিয়া, শাহ আলম, শাহিন আহমদ সাবুল ও রানীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদ আহমদ এ প্রতিবেদককে বলেন, ১৯৮৫ সালের বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টি পূর্ণাঙ্গ সরকারী প্রাথমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করেছে। রাস্তায় অল্প কাজ, বিদ্যালয়ের মাঠ ভরাট ও বিদ্যালয়ে জরুরী ভিত্তিতে নতুন একটি একাডেমিক ভবন নির্মাণ জরুরী।

এ ব্যপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান পাহাড়ী ঢল ও ভারী বর্ষণে গোয়াইনঘাটের নিমাঞ্চল প্লাবিত হয়েছে। ১০টি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন বন্যার পানিতে তলিয়ে গেছে এছাড়া ১০ টি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও যোগাযোগের ক্ষেত্রে বন্যার পানি বাধাঁ হয়ে দাঁড়িয়েছে। ১০৫ হেক্টর ধান সম্পূর্ণ পানির নিচে রয়েছে এবং ২ হাজার হেক্টর জমির ধানের আংশিক ক্ষতি হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..