বিশ্বনাথে ৫ জুয়াড়ি আটক

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯

বিশ্বনাথে ৫ জুয়াড়ি আটক

Manual2 Ad Code

সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ ৫ জুয়াড়িকে আটক করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের নতুন বাজারস্থ সবজি হাটের ছোরাব আলীর দোকানঘর থেকে তাদের আটক করা হয়।

Manual8 Ad Code

আটককৃতরা হলেন- ব্রাম্মণবাড়িয়া জেলার নাছির নগর থানার চান্দেরপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ফারুক আহমদ (৩৫), নরসিংদী জেলার রামপুরা থানার রামপুরা গ্রামের মৃত আবদুল গণির ছেলে মোঃ শহীদুল্লাহ (৪০), বিশ্বনাথ থানার রাজনগর গ্রামের আবুল কালামের ছেলে জুয়েল আহমদ (২২), একই থানার হরিকলস গ্রামের মৃত আছলম আলীর ছেলে আখতার আলী (৪০), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মখুরাপাড়া গ্রামের মৃত আবদুল সমেতের ছেলে সবুজ মিয়া (৫০)।

পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান ও এএসআই সাইফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জোয়ার আস্তনায় অভিযান চালায়। এসময় ৫ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের কাছ থেকে জোয়া খেলার তাস ও নগদ ১২৫০ টাকা উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।

Manual2 Ad Code

৫ জুয়াড়ি আটকের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদেরকে বুধবার (২৬জুন) আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..