গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় টেম্পু চালক নিহত,আহত ১

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০১৯

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় টেম্পু চালক নিহত,আহত ১

Manual7 Ad Code

সিলেটের গোলাপগঞ্জে বাস -টেম্পুর সংঘর্ষে সাহেল আহমদ (২৫) এক টেম্পু চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের পৌর এলাকার কদমতলীর খাঁন কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন টেম্পু চালকের সহকারী আলম আহমদ। নিহত সাহেল আহমদ উপজেলার ফুলবাড়ি প‚র্বপাড়া গ্রামের আব্দুল মতিনের পুত্র।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী স‚ত্রে জানা যায়, গতকাল দুপুরে টেম্পু চালক তিব্বত কোম্পানির পণ্য নিয়ে গোলাপগঞ্জ থেকে সিলেটের দিকে রওয়ানা হন। এসময় সিলেট-জকিগঞ্জ সড়কের কদম গাছের তলস্থ খাঁন কমপ্লেক্সে সামনে আসামাত্র পিছন দিক থেকে দ্রæতগ্রামী বাস (সিলেট-জ-১১-০১৮২) সজোরে ধাক্কা দিলে টেম্পু উল্টে যায়। এসময় টেম্পু চালক সাহেল আহমদ ও টেম্পু চালকের সহকারী আলম আহমদ গুরুতর আহত হন।

Manual7 Ad Code

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানের কর্তব্যরত ডাক্তার টেম্পু চালক সাহেল আহমদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর বাস চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..